স্বভাবতই, আমি হেরে যাই তখন!!
যখন অন্য কেউ আমাকে হারায়...
ভিন্যতায় এ মন বলে - হারিনি আমি....
হেরেছি বোধ হয় নিজেকে চিনতে না পেরে।।
উপহারের মাঝে তুমি ছিলে সবচেয়ে দামী
সবাইকে সুখী করতে না পারায়,ব্যার্থ আমি।
তোমার নির্বাক চোখে,নিশ্চুপ পছন্দ-অপছন্দে,
ছিলে তুমি চুপচাপ আর অভিনয়ে সেরা।।
আর আমার ছিলো শত শত চেষ্টা আর ব্যর্থতা।।
ভেবেছিলাম তুমিই আমাকে বোঝ!!
কই? না তো!, মনের গহীনে কষ্ট পুষে রেখেছো।
"ভালো থেকো" বলে চলে যাওয়া তুমি....
ভাবনি ভালো থাকার কারনই ছিলে তুমি।
তুমি জানতে পারনি আমায়,
তুমি বুঝতে পারনি কখনো,
তোমার গুরুত্ব, তোমার চাহনি-
শত ব্যাস্ততায় আমি তোমাতেই আটকাই...
তুমি বোঝনি কতটা ভালবাসি তোমায়!!
এটাই বুঝি!!!
ভাবে...! অভাবে...! প্রভাবে!! কত কি, যে রহস্য!!!