ফজলুল হক মুসলিম হলে, হীরক গুপ্তধন,
চুরি করতে এলো চোরে, বুঝলো ছাত্রজন।
ধরে ওরে মারলো সবাই, ব্যাথা ভরা পাজর,
ডাল ভাত আর তরকারি তে, আপ্যায়নের বহর।

খাদ্য সেবার শেষে আবার, জেরা শুরু হলো,
এবার হলের গুপ্তধন, উদ্ধার করতে চলো।
মারো মারো আরো মারো, হাত ও পায়ের পাতায়,
পাশবিকতার যত কষ্ট, ছাত্র - লাঠি কে বাতায়।

হলে থাকা ছাত্রজনা, বিবেকহীন কি সবাই?
এমন করে মারে মানুষ, চিন্তা শক্তি হারাই।
হলে থাকা গরীব তুমি, কোথায় গুপ্তধন?
গরীবের ক্ষতি করলে তোমরা, খুব দেখালে দম।

নিঃস্ব মানুষ পাগল মানুষ, এই সে তোফাজ্জল,
তোমার আমার মতই সে যে, বাংলারই উজ্জ্বল।
চুরি করুক ধ্বংস করুক, শাস্তি কেনো দিলে?
প্রাণের দামে গুপ্তধনের, হিসাব কি ঠিক পেলে?