মাওলানা, হে মাওলানা, তুমি কিসের মাওলানা?
বিনিময় নিয়ে শোনাও, স্রষ্টার হেদায়েত কারখানা।
মহান এহেন কর্মে যারা, স্রষ্টার বুলিতে ওলি,
তাদের জীবন জ্বালায়ে ফিরে, হাজার সহস্র কলি।
ধর্ম জেনে ধর্মের নীতিতে, মানতে মানুষ চায়,
তাইতো এমন আসর আসনে, তোমাতেই বাতলায়।
পূন্যে অলি ধনবান ধনী, আসল খাতায় রহে,
মানব ধরার শ্রেষ্ঠ ধর্মে, মানুষ শান্তিতে বহে।
তোমরা কেমন আলাপচারিতা, পূর্ব যোগসাজশে,
অর্থ লইয়া স্রষ্টার কথা, শোনাইতে যাও শিষে।
নানান রকম বুলিতে তুমি, মানুষ মনি হও,
অর্থ-চাদা চাহিয়া হাদিয়া, কিসের পূন্য লও।
যদিগো তুমি হবে অলিবেশ, বনিবে নয়নমণি,
অথচ আলোচনায় সিক্ত, শেখাও বিদ্বেষবাণী।
হিংসা ক্রোধের মানুষ মানুষে, তোমাতে কাশাকাশি,
জানো তবুও তুমি চলিছো ফিরি, হাসিয়া মুচকি হাসি।
আল্লাহ'র যত জ্ঞান সেতো, তোমাতে শ্রেষ্ঠ জীব,
তুমি সে জ্ঞানের মূল্য নিয়ে, হয়েছো ছোট প্রদীপ।
তোমার যত হিসাব জানি, তুমিই যাইবা দিয়া,
হিংসা শত হিংসা পাপের, তোমারে সপিবে ক্রিয়া।