লক্ষকোটি যোজন হয়ে, ধরায় কত শত প্রজাতি,
সর্বশ্রেষ্ঠ মানুষ পেয়েছে, জ্ঞানের অর্জনে খ্যাতি।
কত প্রজাতি বাড়াচ্ছে জাতি, জন্মায়ে শিশু প্রাণে,
মানুষ সেবিছে শ্রেষ্ঠ সেবা, শ্রেষ্ঠ শিশু পানে।

অবাধ অবুঝ প্রকৃতির, শত নিয়ম কানুন মেনে,
দ্যাখো প্রানীকূল বাড়ছে ভীষণ, অবলা হিংস্র জ্ঞানে।
শ্রেষ্ঠ জ্ঞানের মানব শিশু, অবুঝ প্রাণীর বেশে,
দেশের চাকায় শ্রমের রেশে, অতটুক জীবন শেষে।

কষ্টদায়ক বেদনার খাতায়, কত যে কত চিত্র,
কি বলিবো কারে বলিবো, সবাই রয়েছে ক্ষীপ্ত।
ছোটো ছোটো ওই মানব শিশুর, জন্মই যেনো ভুল,
নয়তো সমাজ ব্যবস্থা কেনো, রাখেনি কোন কূল।

শিশুশ্রম নাকি দণ্ডনীয়, দন্ডের ধারাতে,
পারোনি কেউ সু-চিন্তাতে, পাশে এসে দাড়াতে।
এই জাতের দেখো, নেই কিছু নেই পাওয়ার আশাতে,
তাইতো শিশুর জ্ঞানের বিকাশ, মিশে চলে জলেতে।

এত এত আছো দায়িত্বে মানব, জনগন খরচে,
সবাই যে আছো চক্ষু বুজিয়া, গাড়ির কালো কাচে।
একটু উপকার করো হে মানব, একটু উপকার করো,
শিশুদের জড়ানো ঘামের অর্থে, চাকাটি বন্ধ করো।