চোখের বাসনায় মনের মাঝে, যাহাই করেছো পাপ,
দেহরাজ্যের বিলাসীতাতে, নেই কোনো শোক-তাপ।
আপন তুমি যেমন খুশি, চলছো অজানা পাতায়,
পরীক্ষা তোমার দুনিয়া বাসী, চিন্তা নাই সে মাথায়??
বিদ্যা শিখে প্রয়োগের, এক প্রমান রাখতে হয়,
তাইতো ছিলে নিজ খাতাতে, প্রবাহ-পাঠশালায়।
যেমন তুমি মনোযোগী, পাশ করিবার আশায়,
শিক্ষক থাকে পাহারা দিতে, বিদ্যা না চুরি হয়!!
দুনিয়ার ওহে মানবজনা, দ্যাখোগো চাহিয়া,
স্রষ্টা দিলো শিক্ষা রূপে, প্রাণের জগত জোড়া
সেবা করিতে মানব কূলে, জ্ঞানের প্রসার দিলো
পাশের খাতা ছাড়িয়া মানব, কোন দিকে বহিলো??