রাতের প্রহরগুলো জানে,
অশ্রুপাত জলের পরিমাপ,,
ঠোঁট কাপানো বিনিদ্র রাতে,
বুকের গহীনে কতটা লঘুচাপ।।

তুমিতো শুধু চলে গেসো ফেলে,,
আশা'র বাসরে আগুন দিয়েছো জ্বেলে।
বুঝেছি আমি হারিয়ে,,
হারানোর ব্যাথায় বাচি যে কাতরিয়ে।।

এতটা আপনজনও হয়ে যায় পর!!
বুঝিনি আমি ও আমার অবুঝ নহর,,
কিভাবে হারায় মানুষ স্বার্থ কে জড়িয়ে??
মনের মানুষ টা কে মন থেকে তাড়িয়ে।।