হরেক রকম ধর্মসাধক, তাহাদের মন গড়ি,
নিয়ম বানায়ে মুরিদ করিয়া, বনিছে ভিন্ন তরী
তরীর তরিকায় ভিন্ন মানুষ, বনিবে ধরাতে,
পৃথিবী তাহার শক্তি হারাবে, মানুষ্য খরাতে।
ধ্বংস ব্যাখ্যার সকল শব্দের, দেখছি পূর্ণতা,
এই বুজি দ্যাখো শুরু হয়ে গেলো, ধীর-এ নাব্যতা।
একের পর এক আঘাত হানিবে, মহাপ্রলয়ের ধারায়,
মানুষ কত যাবে হারিয়ে, না-পাওয়ার সে পাড়ায়।
নাটাই সুতোর বন্ধনে দ্যাখো, ঘুড়ি রূপে সে মানুষ,
ভাবটা এমন নিজ ক্ষমতায়, উড়ে চলিছে ফানুস।
নাটাইয়ের হাতেই ক্ষমতা তোমায়, উড়িয়েছে বাতাসে,
স্রষ্টার দানে শক্তি তোমার, ভুলিয়াছো হুতাশে।