দেখাবে দেখাও শক্তি যত, জগতের বুকে চড়ে,
দেখা কি বাকী স্রষ্টার ঝাপি? দেখোগো বুকটি ভরে।
সাধারণ বায়ু, বিনা মানবে, বাচাতে কিনছো বায়ু,
কতটা অর্থে জড়াবে বলো, স্রষ্টার দান আয়ু।
কতটা আমি ক্ষুদ্রতম, জগতজোড়ায় বড়াই,
বায়ু বিনে মোর প্রাণ'টি শূন্য, কতটা পাপে জড়াই।
ভাবিবার নাই সময় আমার, নৃত্য নেশা'তে বিভোর,
সময় আসিবে শ্বাস হারাইবে, শূন্য দেহের কবর।
ভাবিয়া করো হিসাব রয়েছে, জগত জন্মের পাড়ায়,
জগৎ দেখালো স্রষ্টা আমায়, ঘুরছি মোহের তাড়ায়।