ফুটো হয়ে যাওয়া চিবুকের ফিনকি রক্ত, ঝড়ে পড়লো
রাজপথ ফুটপাতে।
লাশের মিছিলে দাঁড়িয়ে দুঃস্বপ্নে ভরে উঠেছে, কাল আজ
বহুকাল।
শকুন যেমন থাবার গ্রাসে গ্রাস করে জীব, তেমনি চিত্র আজ
দেখছি চারিদিক।
পিচঢালা পথে আমার নিথর দেহ, টেনে হিছড়ে দিলো ফেলে,
ওরা কারা মা?
এই দেশ কি তবে পরাধীনতার শিকলে, আবদ্ধ করে বাচে
আমার পাজর?
ক্ষীণ আশা থেকে দাড়িয়েছি বুকটি মেলে, এক এক করে
তিনটি বুলেট ছুড়লো দেহের চারিপাশে।
কি দোষ আমার? কার ক্ষতি হয়েছিলো, সে আশার বুকটি
পেতে দাড়াতেই?
রক্তাক্ত করলো আমার প্রাণের স্পন্দিত বিদ্যাপীঠ কে, রামদা
হাতে ওরা কারা মা?
নিরস্ত্র তারা মুগ্ধ সেলিম কত শত প্রানের বিনাশ ঘটিয়ে,
হাসলো বুঝি মৃদু।
অস্ত্রধারী যারা তারা সাধারণের অর্থে বাচে কিন্তু তারা তা মানে না।
যারা হাসে তাদের পা চাটা কুকুরের ন্যায় অস্ত্রধারীরা আজ জাতি ভাই খুন করলো ও খুন হলো তারা নিজেরাও কিছু।
অথচ সবাই তোমার সন্তান হে মা, হে আমার মাতৃভূমি আজ আমার মন ভীষন্ন বড্ড ক্লান্ত ও ভীত।
কত আর গ্রাস করিবে কত তারা হাসিবে? তাদের ক্রন্দন একদিন দেখবে গোটা বিশ্ব।