শেখের বেটি'র, একচ্ছত্র সরকারের ষোলোটি বছর,
করেছে শাসন কিনেছে গোলাম ও সাথে কিছু বাছুর।
বিশ বেলাতে স্বাধীন বলে চিৎকার দিলাম আমি,
আজকে বেটি দল ফেলিয়া হইলো বিদায়গামী।।
অর্জনের চেয়েও রক্ষা কঠিন সত্য স্বাধীনতা,
লুটতরাজ আর খুনাখুনি ভাই ঘটেছে যথাতথা।
হুজুগে বাঙালি সুযোগ পাহিয়া নিজেরা নিজে মরে,
আর না আসুক এমন খবর কাগজ পাতাটি ভরে।
হতেই পারে হত্যাযজ্ঞ বাড়িয়ে দিলে হে তুমি,
রাত - দুপুরে ঝাপিয়ে করবে নষ্ট মাতৃভূমি।
নৃশংসতার আশঙ্কা তে, লিখছি আমার কথা,
প্রসাশনের অবর্তমান, ডাকাত চোর ই নেতা।
আমি তুমি সবাই আমরা,একে অন্যের বাহক,
এক বাংলারই সন্তান মোরা, বৈষম্যতা নিছক।
লিখা হোক আর খুন নয়,আর নয় কোনো দ্বন্দ্ব,
লিখা হোক এক জাতির, এক দেশে, নতুন এক প্রবন্ধ।