নয়নাভিরাম সুজলা সুফলা,ছোট্ট একটা দেশ,
মাত্রাতিরিক্ত শোষণের ফলে,হইতেসে নিঃশেষ।
গড়ছে নগরী ইট পাথরে,দালান অট্টালিকা,
সবুজ সুজলা কাটিয়া বিনাশ,করছে যথাতথা।
শিল্প এলাকা গড়িয়া মাটির,উর্বর কাড়িয়া নিলে,
অনিয়মে আজ ধাতু পদার্থ,বাতাসে দোল দোলে।
জ্ঞানের ভাড়ে জ্ঞানী মহাজন,দামী গাড়িতে চড়ে,
দায়িত্ব-জ্ঞান হারাইয়া সে জন,গর্বে পর্বে উড়ে।
দিনে দিনে আজ অনিয়ম আরও,বাড়াচ্ছে বিভক্তি,
ভাসানীর বুলি সাম্যবাদের,মানলে না উক্তি।
রাস্তা ধইরা যাবার কালে, নাক মুখ রাখো চেপে,
ইহাই তোমার উন্নয়ন আজ,দেখোনি ওজন মেপে।
চোরের দেশে গর্বিত আজ,জন্মে মানব শিশু,
পাকিস্তানি তাড়ায়ে মোরা,ধরেছি শোষণ কিছু।
সুখী থাকিবার আশাতে হয়েছে,স্বাধীন বাংলাদেশ,
শাসকের তরে প্রশাসক আসিয়া, লুটিলো সুফলা বেশ।