ভিতরে ক্ষরণ তিলে তিলে যেনো, হবে নিঃশেষ জীবন।
নিষ্ক্রিয় মস্তিষ্ক ফিরে ফিরে, তোমাতেই বিভোর ভীষন।
কি হারাইছি বুঝবো একদিন, বলে গেলে তুমি!
খুশি হয়েছি এই ভাবিয়া,তোমার তো হারায়নি?
সব হারানো একাই আমার,, সব জয়গান দিলাম তোমায়।
কি হারাইছি বলবো আমি,,কি হারাওনি খুজো তুমি।
যারে আমি বক্ষে রাখি,,জড়িয়ে তারে প্রাণে মাখি।
চুমোয় চুমোয় সারাবেলা,,আদর সোহাগ ঝপ মালা।
কতক কথার কল্পকথা,,হাসি দুঃখের গল্প গাথা।
কোলে এসে বসতো ধরে,,লাগতো যে সুখ বুকে ওরে।
নিজের হাতে ঢলে ঘষে,, গোসল দিতাম ধুয়ে মুছে।
সকাল সাঝে রাতের পাড়ায়,,ঘুমের মাঝেও স্বপ্ন তাড়ায়।
সাজাই আমার মনে মনে,, সাধ্য দিয়ে সাধন ধনে।
সোনাপাখি ডাকি তারে,,বুকের খাচায় বন্দী করে।
কতক কথা স্বপ্ন স্মৃতি,, দুঃখ ভূষণ করলো ইতি।
কত কিছু হারানো আমি,,স্বাধীন হয়েছো হারাওনি তুমি।।