রাসলীলা এক উৎসব বুঝায়,
রাম-লীলা'র প্রেম,জয়ী মরায়।
যখন কোনো ঘটনা রটে,
লীলায় লীলা হয়ে বটে।

আজব লীলা আজব হাতে,
মানব লীলায় মানুষ মাতে।
কত যে লীলা ধরায় ধরে,
অন্তর পোড়ায় অন্তর খুড়ে।

ধর্মে লীলা স্রষ্টা-একজন,
ভিন্ন চিন্তার বন্ধু-সুজন।
খেলার অর্থই লীলা বুঝায়,
জগৎ খেলায় জীবন মাতায়।

প্রাণও যে এক লীলা-বাসী,
মানিয়া লও ভালোবাসি।
তবুও,তোমার খুশি তোমার যাপন,
জগৎ বুঝিয়া করিও আপন।