কত জড়ানো রক্ত ঘামে, গড়েছো তোমার অট্টালিকা,
কত দাম তার দিয়েছো বলো, মানব ও মানবতা।
রোদে পুড়ে কালো মানিক, গড়িলো কত কি-বা!
সব শেষে সব মানুষ কে সেবে, ধরনীর শত সেবা।
পারোনিকো তুমি দিতে তার, সম-সম মূল্যমান,
শিক্ষা বুদ্ধি অর্থহীন বলে, করছো যে অপমান।
একই ভ্রম্মান্ডের বাতাস লয়ে, সর্বে বাচি বেশ,
তারপরও দেখি মানুষ্য-খেলা, কোথায় সর্বশেষ?
যেমনি তুমি উভচর প্রাণে, হিংস্র কঠোর রেশ,
নরমও তেমন জীবন শেষে, লইবে মৃত্তিকাবেশ।
বলিবো না শ্রমিক লইয়া অফিস, বুঝাও আদালত,
শিক্ষা জ্ঞান দাও সন্তানেরে, এটাই যে মতামত।
দিনে দিনে দেখি কালো মানিকের, সংখ্যাটি বেড়ে যায়,
রিক্সাওয়ালার ছেলেও দেখি, রিক্সা চালিয়ে খায়।
বুঝে না অবুঝ সর্বজ্ঞানে, তোমাতেই সেবা দেয়,
সমাজ-জ্ঞানী হে মানব তুমি, সমাজের অবচয়।