যেখানে আমার সুর খুজে পায়, শব্দরসের খাতে,
দুঃখের মাঝেও কষ্ট ভুলে, খুশিতে মন মাতে।
সুবর্নগ্রাম রূপায়নে যেমন, আছেগো বিচিত্র,
মমতায় হেসে নারীর নামে, নামটি পবিত্র।
সোনাবিবির এই গ্রামটি, সোনায় সোহাগা,
লক্ষীতে তার নামটি হইলো, ছোট্ট সোনারগাঁ।
কালের সাক্ষী এই বিবর্ণ, দেয়ালের কষাঘাতে,
পানাম নগরী দেখিয়া বুজি, গড়েছে কেমন তাতে।
কত রাজা দ্বিরাজ উজির মন্ত্রী, ঘোড়া হাকানো পথে,
এই পথে আজ হাটছি আমি, মনে সুখের রথে।
বাংলার শাসন রাজধানী গাঁও, এই গ্রামটি ছিলো,
বানিজ্য আর সহজলভ্য, ইবনে বতুতা পেলো।
বার ভূইয়া আরও কত জমিদার, এক গ্রামে থেকে,
রাষ্ট্র সরকার রাজতন্ত্র-বাজেট, পেশ হইতো হেকে।
কত মানুষের কোলাহল শেষে, নিশ্চুপ নগরী,
বিলীন হইলো সকল তন্ত্র, হারালো প্রহরী।
কতটা সুখের রাজ্য আর, খ্যাতিতে করেছে যশ,
আমার জন্ম সেই গাঁওয়েতে, ভাবতেই লাগে জোশ।
তাই যতই থাকুক মনটি দূষন, আবেগী আবেগে,
শান্তি লাগে ঘুরিয়া বেড়াই, সোনারগাঁ সোহাগে।