নিত্যনতুন খবর লোভী, মানুষ দেখতে চাও?
চলো আমার মানুষ দেখাই, দেখতে কেউ না পাও?
খবর যেনো রসের হাড়ি, হিংসার পাপে মিশে,
একেকজনার একেক গল্পে, বাক্য গড়ে শীষে।
কেউবা থাকে বাহবা ঘিরে, সুখকর হাসির ভীড়ে,
কেউবা দেখি ভীষন ঋণী, করছে এ জাত-তীরে।

মানুষ হাসে গল্প পড়ে, ভুলে আর ভুলে যায়,
যারা আছে খবর বানায়, কত আর পারা যায়!
পুরনো খবর পুরনো হচ্ছে, সমাধান না আসে,
পাতায় পাতায় বিজ্ঞাপন যে, আয় করিবার আশে।
সভ্য কিসের জাতের তুমি, কিসের বারতায়?
ভুলিয়া চলি, চলি না মোরা, সঠিক খাতার পাতায়।

এত ছোট দেশ, এত মতের ভেদ, এত ছোট আয়তনে,
ওহে যেমন তেমন চলেছি মোরা, মিশে নগন্য পনে।
বুজ বিবেচ্য বিষয় শুধু'ই, নিজের যুক্তিতে,
বিদ্যা-বুদ্ধির প্রয়োগ ভুলে, স্বার্থ সুক্তিতে।
সারা পৃথিবী ভাবছে যেথায়, সুখ কে বাড়াবার,
আমার জাতের মানুষ জানে না, কি আছে গড়াবার।

যেমন তেমন রসালো পিষ্টে, ছাপাও পাতায় পাতায়,
খবর পড়িয়া মানুষ মশগুল, কার কি আসে যায়?
মৌলিক আজও পাইনি আমি, মিছে আশার ভরি।
অধিকার আজও বুঝিনি আমি, বুঝতে পড়তে পড়ি।
আসলেই কি বলবো কারে, পড়ে যা জানতে চাই,
সেথায় যারা ভুল করিচ্ছে, তাদের কি আর সুধাই?