কতটা তারে বুকে জড়ালে,,
আপন কায়ায় মাতে??
কতটা আদর সোহাগ ভরালে,,
মায়ার বাসরে বাধে??

পর করিতে ভাবে না সুজন,,
হঠাৎ ছিন্ন পাশা,,
দেখিলাম আমি মোর প্রিয়জন,,
মিছে কথার আশা।