সাহসী ছিলো বাপটি তোমার, বুকে নিয়েছে গুলি,
তুমি মেয়েটি গুলির ভয়েতে, ছাড়লে স্বদেশ ভূমি।
লাখো কোটি ভক্তবৃন্দ, দলের লোকদের রেখে,
কেমনে তুমি পালিয়ে গেলে? নৃশংসতা মেখে।
দলের মানুষ সাহস পেতো, থাকতে যদি তুমি,
নিজের কথা ভাবলে শুধু, কেমনে বুঝাই আমি।
ভবিষ্যতে প্রজন্ম তোমার, হইতো ঠিকই মাঝি,
জানের মায়া ত্যাগ করিয়া, মরতে হতে রাজি।
মুছে গেলে নাম প্রজন্মের দাম, বাবার যত স্মৃতি,
দল থাকিলেও তুমি না রবে, করিয়া গেলে ইতি।