ভোট বেচিবে পেট ভরিবে,
পাচটি বছর দায় ফুরাবে।
ঘরে ঘরে টাকার খেলা,
স্লোগান সুরে মিলছে মেলা।
প্রতিনিধির গান শোনা যায়,
শব্দ দূষণ! ও ব্যাপার নয়।
বার্তা আছে গানের মাঝে,
বাজবে বাজুক সকাল সাঝে।
রাস্তা দখল করে সে মিছিল,
নাচে দোলে যেনো ঝিলমিল।
বক্তৃতা তে হিংসা জ্বালা,
কাজের কথায় নাই সে পালা।
কিসের তরে কি নির্বাচন?
বছর ঘুরে কি প্রয়োজন?
যেমন খুশি বাড়ছে সমাজ,
নিয়মনীতি কোথায় যে আজ?
অর্থে যারা ভোট কিনিবে,
তাদের থেকে কি মিলিবে?
মনকে বুজাই দেশকে জানাই,
আমার কথায় জানি কেউ নাই।
পাগল প্রলাপ পাড়ছি শুধু,
যেমন চলার চলবে দুদু।
জাতি সভ্য কিসের বলে?
কিসের আশায় কেমনে চলে?