সঠিক কথা বলতে গেলে মানুষ ভালো না,,
আমার দেশের কথা কিছুই বলা হলো না।।
যারা আছে করবে আমার গ্রাম উন্নয়ন,,
তারা দেখি হিংসা বিদ্বেষ করে প্রণোয়ন।।

অর্থ-কড়ি টাকা সম্পদ  সাথে যাবে না,,
তবু মানুষ সম্পদলোভে যেনো বাচে না।।
নীতি ভুলে করছে চুরি সন্তানেরও লাগি,,
নিজে নিজের চিন্তা করে কেহ কারো নাহি।।

সবাই মিলে করবে চিন্তা সকল সকাতরে,,
তবে হবে মান-উন্নয়ণ সর্বে সমান্তরে।।
সঠিক পথে হাটো যদি সকল পিতা-মাতা,,
সব শিশুরা বেড়ে উঠবে শিখবে সভ্যতা।।

অন্যের ক্ষতি করে যারা নিজের ক্ষতি লয়,,
স্বার্থবাদী একে অন্যের পরিপূরক হয়।।
এমনি করে নিজের চিন্তা নিজের জন্য চলে,,
করে চুরি জাতির ক্ষতি ইমু ইমরান বলে।

মিথ্যেটা কে বাদ দিয়ে আজ সত্যবাদী হও,,
দেশ দশের কল্যান ভেবে সিদ্ধান্ত টি নাও।।
শিখছে মানব সন্তান হয়ে সকলেরই ঘরে,,
স্বার্থহীনা' মানুষ গড়ো সমাজ প্রাণীর তরে।।