দেখি বাঙালী'র সন্তান, আজ কোথায় দাড়িয়ে?
সেরা কৃ্তিত্ব রাখিয়া, কিসের ভূমিকা শিক্ষালয়ে?
সংগঠন ওহে সংগঠন, কোথায় শিক্ষাজ্ঞান?
তোমরা যদি এমন অবুঝ হবে, তবে বাড়বে কি জাতের শান?

ছাত্র তুমি ভবিষ্যতের, সু-নাগরিক হবে,
তোমার দীক্ষায় জাতির ভবিষ্যত, প্রাণ খুজিয়া পাবে।
কত কাজ আছে দেখো ছড়ায়ে, করোগো অন্বেষণ,
তোমার শিক্ষা শুধু তোমাতে, হয়ো না স্বার্থ-জন।

যেখানেই থাকো অনুভবে রাখো, বাঙালী জাতির জয়,
দরিদ্র বাংলায় মৌলিকতার , হতে দিও নাকো ক্ষয়।
তোমরা যদি না বুঝোগো, তবে বুঝবে কোন জনা?
অবুঝের মত আচরণে, কেনো করছো বিরম্ভনা?

দেখোনি'কো তুমি গরীব দুখী মানুষের আর্তনাদ,
সেবা দিয়ে করো সাহায্য, গড়ো সেবার সর্বখাত।
বিনীত্ভাবে নিবেদক আমি ,করিগো ফরিয়াদ,
জাতির ভাগ্য ছাত্রজনাতে, চাই সেই বুনিয়াদ।