মুসলমানের জাতের হয়েও, গীবত গেয়ে যাই,
হাক্বীকতের উছিলা দিয়ে, মারফত বেয়ে যাই।
কত যে শিরক কত যে পারদ, শিশারূপে ভারী হয়,
কেউ ভাবে না বুজতে চায় না, কলবে ঘটিছে ক্ষয়।
সিক্ত মনের স্বাদ মেটাতে, জেনাতে লিপ্ত বহর,
বিধিনিষেধের দ্বার মানি না, অবচয় কত প্রহর।
কে বলে ক্ষমতা ইহুদি স্বত্বে, বিরাজ করিছে ভীষণ??
চাইতে পারি না তাইতো স্রষ্টা, দেয়নিকো সেই কোদন।
চাওয়া রাখিয়া ক্ষতিতে বহিয়া, কসমের দামে নিছক,
জবানে প্রকাশ মিথ্যে আর, লোভ লালসার বাহক।
নামাজ পড়িয়া সুদের পাতাতে, লিখছে অঙ্ক শব্দ,
শয়তান কীট বাধিছে বাসর, প্রত্যহ ক্ষন অব্দ।
পাচ বেলা যে সুর গেয়ে যাই, সর্বশক্তিমান,
অবাধ চলার ছন্দে আমরা, হারাচ্ছি মূল্যমান।
রঙ তামাশায় শুরু করিলে, ধর্মীয় অনুষ্ঠান,
পর্দা সরায়ে উন্মুক্ত হলে, নামে সে মুসলমান।
শরীয়াহ রাখিয়া অন্য যাহাই, মাথাতে ভরিয়া লও,
হিসেব হইবে তুমিও জানো, তবু পাপী কেনো মনু হও?
শান্তি ন্যায়ের সুষ্ঠু প্রয়োগ, ইসলাম বলে গেলো,
অথচ বন্টন করিতে মানুষ, কৃপন বনে গেলো।
যাকাত অর্থে অধিকার বহে, বুজলো না যে জনা,
সমতার এই স্রষ্টা নিয়ম, তারাই যে মানলো না।