সংস্কার সংস্কার সংস্কার চাই,
বলছো সুরে যেথা সেথাই।
একদল গেলো, একদল এলো,
চোর ডাকাতের সুযোগ বাড়ালো।
আতংকিত সর্বাতরে,
ঘরের বাইরে কিংবা ঘরে।
সবাই এখন রাজা বনে,
জাতির চিন্তা নাইকো সনে।
দেখো দেখো বাচ্চা সুজন,
দেশ চালাইবার আসন বসন।
বুঝো কিগো কি দরকার?
জাতের তরে কি সংস্কার?
খুজে দেখো সব অধিকার,
সেবার পাতায় সৎ সৎকার।
সচেতনতা বৃদ্ধি করো,
রাস্তা সিগনাল বাতিটি জ্বালো।
তা রাখিয়া কি করিচ্ছো,
এমন সুযোগ বিসর্জিত।
হতাশ জাতির ভাগ্য খারাপ,
চিত্র এমন দেখছি প্রভাব।
কোটি মানুষের দ্বায় ও ভার,
কে যে করবে সেবার প্রসার।
চিত্র একই তিন মাস ধরে,
কিসের সংস্কার কিসের তরে।
ভাবছি আমি বসে বসে,
না জানি বিপদ আশেপাশে।
সল্প আমার সৈন্য সেনা,
ভিতর বাহির উত্তেজনা।
গণশক্তি'র সঠিক ব্যবহার,
করবে দেশকে চিত্রা-বাহার।