হায়রে মোর অবুঝ জাতি,, বুঝলি না তোর ক্ষতি,,
অন্ধের মত করছো সবাই,, ঝড়ছে প্রাণের বাতি।।
কার টাকা তে বুলেট ফুটলো,, সাঈদ সবার বুকে,,
কার টাকা তে বেতন নিলে,, কারে সালাম ঠুকে।।
বন্ধ করে দেশের মানুষ,, মারছো গোপন করে,,
সন্তান তোমার এই দেশেতে,, প্রজার রূপেই বাড়ে।।
শাসনতন্ত্র অনুচ্ছেদে,, সবাই দেশের রাজা,
জাতির বুকে গুলি ছুড়িয়া,, হইলে অন্ধ প্রজা।।