সবুজের পাড়ে বেগুনী শাড়ী,
দূরে ম্লান সূর্য-আকাশ,
উকি দিয়ে তোমার মাধুর্য লয়ে,
দিচ্ছে কিছু আভাস।
এক হাত বেধেছে আজকে তোমার,
অন্য হাতটি বেধে,
শিরা উপশিরার বহর অটুট,
খুব শক্ত বাধে।
সরু পাকা পথ বেয়ে আকা বাকা,
যেদিক গিয়েছে যাক,
তোমার শাড়ীতে চোখ বিধেছে,
এলোকেশী চুলের ঝাক।
দৃষ্টি ফেরানো তবু চেয়ে থাকি,
একটু যদিগো চাও,
হাসবে তুমি দেখবো আমি,
নয়ন ভরিয়ে যাও।
নাকের নোলক শৈল্পিক তুমি,
স্বল্প রাঙানো হাত,
শক্ত হাতের ওই বন্ধনে,
জড়িয়ে যাও মোর কাধ।
তোমারে চায় কত যে রমন,
কাড়িয়া তোমার জল,
তুমি যে জাগতী,জগত বৃক্ষে,
একটি পাকা ফল।