এ কেমন নেশা, যতই ছাড়ি ততই ধরি,
নেশার ভিন্নতায় ঘুরে, ভিন্ন মানব জাতি।
বক্ষ নেশা পক্ষ নেশা, নেশা যে মানসিক,
সকল কর্মে সকল জ্ঞানে, থাকে সে ঐচ্ছিক।
কেউবা নেশা চায় নিশিতে, কেউবা সারা বেলা,
সবশেষে দেখি জীবন প্রান্তে, হয়ে যায় অবেলা।
বুঝতে পারে চলতে শিখে, মানুষ শিক্ষা দেয়,
নেশার ঘোরে অবুঝ মনা, মানুষ হইছে হেয়।
অর্থকড়ি টাকার নেশাই, আজ হয়েছে বড়,
করছে পন মারছে মারুক, তবুও অর্থ গড়ো।
এই সমাজের রন্ধে আজ, নেইকো মায়ার ছায়া,
অর্থ দিলেই হচ্ছে মানব, তোমার আপন কায়া।
যার নেশা যা, দাও তাকে আরও, এও যে প্রভুর খেলা,
বিলাসী ক্ষত পালা, যাচ্ছে যাবে বেলা, শেষ হবে পথচলা।