এইযে বিষন্ন  অবয়ব এইযে প্রকট  মুখশ্রী
নিতান্তই অভ্যস্ততা ;
এইযে  ভ্যাকেন্ট প্রত্যয় এইযে প্রেম এই যে  দ্রোহ
সবই অভ্যস্ততা -
যে হাসিতে নির্লিপ্ত ব্যথা লুকানো
ফেলে গ্যাছি তারে বাস্তবতার আস্তাকুঁড়ে
যে কান্নায় লুকানো অব্যক্ত ব্যথা
ফেলে এসেছি তারে স্মৃতির গোরস্থানে
এই অবেলায় ফিরে এসেছি
সেই আদিম সূচনায়
ফিরে এসেছি বারবার অজস্র ত্রুটির ব্যবচ্ছেদ বিদ্যায় ---
কিন্তু সময় ---
কোথায় হারালো সেই পরিচ্ছন্ন বিকেল
সুন্দর শিশুরা খেলে নির্লিপ্ত হাসিতে
কবিতারা হাঁটে চুপিসারে
করা নেড়ে যায় স্মৃতির গালিচায়
স্বপ্নেরা দোলা দেয় পরিপাটি বাগিচায় -
এখানেও আসে বসন্ত শীত শেষে
ঝরা পাতায় আসে ফাল্গুনি গান
আসে ধূসর মরুময়তায় দূর্বাঘাস ক্যাকটাস!
এই যে রূঢ়তা, সুদৃঢ় নির্লিপ্ত মস্তিষ্ক
ভেবে যায় চিরন্তন
ভাবনার খেলোয়াড়েরা আজো অক্লান্ত
নয় অবিচল, নয় পরিশ্রান্ত।
এখনো কিছু করার আছে
ভাবনার আবডালে।।