আমি ঘুমাতে পারিনা ---
কি এক দ্রোহ নিয়ে বিছানায়
ঘুমের মধ্যে ভেসে উঠে একটি লাশ
আবু সাঈদ, ভাই আমার!
হায় স্বাধীনতা! স্বাধীনতা!
একি ৪৭! একি ৬৬! একি ৬৯!
নাকি একাত্তুর!
আমরা ততটুকুই স্বাধীন যা তোমরা বলে দাও!
নিজেদের পরাধীন বলার অক্ষমতাও স্বাধীনতা!
আমার স্ট্যাটাস ব্যাক বাটনে মুছে যায়
এতটুকুই আমার স্বাধীনতা!
তুমি চাইলেই বন্ধ করে দিতে পারো ইন্টারনেট ফেসবুক!
আড়ি পেতে শুনে নিতে পারো প্রেমিকার প্রণয় আলাপ!
তুমি চাইলেই তালাশ করতে পারো লাজুক মেয়ের বুক ও ব্যাগ !
তুমি চাইলেই জারি করতে পারো ধারা চুয়াল্লিশ
জারি করতে পারো হুলিয়া ওয়ারেন্ট!
আমরা এতটুকুই স্বাধীন।
দু'বেলা খেয়ে, ঘামে বিষণ্ণ বাজারে
কেনার সামর্থ নাই এইটুকুই আমার স্বাধীনতা!
আমার সন্তানেরা অনিরাপদ সড়কে, স্কুলে, ভার্সিটিতে
ওইটাই আমার স্বাধীনতা!
মসজিদ গামী সদ্য দাড়ি গজানো তরুণের জঙ্গি ট্যাগই স্বাধীনতা!
হেঁটে যাওয়া রাজনৈতিকের সন্ধ্যায় গুম হয়ে যাওয়াই আমাদের স্বাধীনতা!
অ-পজিশনে অরাজনৈতিক ছাত্রের বুলেট বিদ্ধ লাশই স্বাধীনতা।
তোমরা যতটা বলার সুযোগ দাও সেটাই আমার স্বাধীনতা!
হেকমতের গলা থেকে আলাদা হওয়া নতজানু মস্তকই আমার স্বাধীনতা ----
ফাঁসির মঞ্চে ঝুলে পড়া লাশই আমার স্বাধীনতা!
স্বাধীনতা মূলত একটি চমৎকৃত মিথ্যাচার
যা টেলিভিশন বা পত্র-পত্রিকায়!
ছেপে দেয়া বানোয়াট ভাওতাবাজ
নাগরিক ছাত্র এহেন স্বাধীনতা চায়না ---
আমি বা আমরা অই স্বাধীনতা চাইনা--
সেখানে বাঙলা ইন্ডিয়ার একটা বাফার স্টেট হবে ---
যেখানে ড্রেইন হবে ব্রেইন,
বুদ্ধিজীবী সাহিত্যিক কার্টুনিস্ট হবে প্যারাসাইট ---
বুভুক্ষু নাগরিক খেতে পাবেনা
খাবার চালান হবে হা-ভাতের গ্রাসে!
সেই স্বাধীনতাকে বলছি না --
চুরি করবে বাবার পকেট, ক্যাবিনেট,পবিত্র সংসদ ও দেশ
সেই চোর ও তাদের দোসর নেতাদেরকে বলছি "না"
যেসব নাগরিক ও সুশীল সভ্য যারা রাজনৈতিক তেলবাজ
তাদের তৈল ব্যবসাকে বলছি না ---
যারা ভেবে নেয় দেশ তাদের, তাদের বাবা ও গদফাদারদের
তাদের স্টেটমেন্ট কে বলছি না!
যেসব ব্যবসায়ী সিণ্ডিকেটধারী, যারা লাথি দেয় পেটে মজদুরদের তাদের ব্যবসাকে বলছি না ---
যেসব পরিবহন সিন্ডিকেট যারা অমর্যাদা করে ছাত্র ও শিক্ষিতদের তাদের পরিবহন ও গাড়িকে বলছি না ---
যেসব সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানে যারা চালায় লুটপাট ও ঘুষের অবাধ লেনদেন তাদের প্রতিষ্ঠানকে বলছি না --
যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যারা "জয় বাংলা" স্লোগানে দেশকে করে জয় বাংলা তাদের কে বলছি না ---
যেসব আমলা, অফিসার ও বিজনেস ম্যাগনেট দেশ বিক্রি করে ডলার চালান করে এমেরিকা ও এমিরাটসতে তাদের কে বলছি না ---
যেসব বিচারক পবিত্র পোশাকে ক্যাঙারু কোর্টে ফাঁসি দিয়েছে আমাদের নেতা ও সোনার ছেলেদের সেইসব ক্লাইভের প্রেতাত্মা ও তাদের পোশাককে বলছি না!
দেয়ালিকার চিকা মারা "সুবোধ তুই ফিরে আয় "
সেটাই আমার স্বাধীনতা ---
পতাকা না আমার সবুজ মাঠ আর ভোরের সূর্যই আমার স্বাধীনতা ---
সিঁধেল চোর না ---
বিশ্ব বেহায়ার কবল থেকে যেদিন সূর্য ছিনিয়ে আনবো সেইদিনই হতে পারবো স্বাধীন ---
যেদিন বিদেশে পলাতক দেশ ঘাতক, নব্য ফ্যাসিস্ট ও দানব
যাদের টুঁটি ধরে হবে বিচার সেদিন হতে পারবো সত্যিকারের স্বাধীন!
ছাত্ররা যেই দিন নিরাপদ হবে ; মুখরিত হবে বিদ্যালয় প্রাঙ্গন
আমি মুসলিম বা বাঙালি হিসেবে হব নিরাপদ --
চাকরি প্রত্যাশি যেদিন পাবে জীবিকার নিরাপত্তা সেইদিন হতে পারবো স্বাধীন ---
যেদিন কোটা না মেধার মূল্যায়ণে শহিদ মিনার আলোকিত হবে সেদিন আমরা স্বাধীন!
যেদিন আমার বাবারা, পথের ধারের মুমূর্ষু পাবে উত্তম চিকিৎসা সেদিন আমরা স্বাধীন!
যেদিন স্বৈরাচারের পতন হবে ---
সেই সূর্যালোকে
উন্মোচিত হবে মুখ ও রক্তাক্ত মুখোশ
সেদিন স্লোগান উল্লাসিত বিকেলে চলবেনা গুলি ---
সেদিন কৃষ্ণচূড়ায় লেনা-দেনা হবে উদ্বেলিত প্রেম
ভালোবাসায় সিক্ত হবে ভোরের শিশির ---
সেইদিন হতে পারবো স্বাধীন ---
যেদিন উচ্চস্বরে বলতে পারবো বাংলাদেশ তোমার আমার
সেদিন মাথা উঁচু করে বলতে পারবো আমরা স্বাধীন।।
-----------------------------
ইমতিয়াজ অর্ক
[জুলাই ২০২৪ ]