বৃষ্টিস্নাত এক বিকেল ---
উত্তেজিত পীচ ভিজে গেছে কালো মেঘে
বৃষ্টির ছোঁয়াতে অঙ্কুরিত ৩৬শে জুলাই
মুষ্ঠিবদ্ধ হাত স্লোগান মুখরিত
ইনকিলাব জিন্দাবাদ! ইনকিলাব জিন্দাবাদ!
লাখো ছাত্র জনতা বুলেটের বিপরীতে!
ইথারে ভেসে আসে টিভি পর্দায় ---
ক্ষমতা ছেড়েছে বাকশাল!
অবিশ্বাস্য শ্বাসরুদ্ধকর দ্রুতিতে ছাত্র-জনতা!
একাত্তুর নয়
৫ আগষ্ট, দ্বিতীয় স্বাধীনতা
স্লোগানে মুখরিত বাংলার প্রতিটি রাস্তা
দুপুর বেলায় ঘোষণা শুনি ---
ক্ষমতা ছেড়েছে 'ফ্যাসিস্ট স্বৈরাচার'!
এ বিজয় তোমার এবং আমার
আমাদের প্রেম এবং প্রার্থনার ---
এ বিজয় আমার রক্ত ঘামের
এ বিজয় জেল ও আয়না ঘরের ---
এ বিজয় পিলখানার শহীদদের প্রেতাত্মার
এ বিজয় মেজর সিনহা কিংবা এডভোকেট আরমানের
এ বিজয় মসনদ কাঁপানো পুলিশের বুলেটকে পরাস্থ করা
আবু সাঈদের ---
তোমার প্রেতাত্মা ফিরে আসে হাজার তরুণের
সঞ্জীবন শক্তিতে
এ বিজয় ফিরে আসে লাখো জনতার প্রলয় উল্লাসে!
এ বিজয় চব্বিশের গণ অভ্যুত্থানের
এ বিজয় জুলাই বিপ্লব ও ছাত্রজনতার!
এ বিজয় ক্যাঙারু কোর্ট ও ফ্যাসিবাদের পতনের
এ বিজয় ৫ মে ম্যাসাকার আর রক্তের প্রতিশোধ
এ বিজয় শাপলা চত্বরের রক্তের প্রতিঘাত
রাইফেল ও গানের বিপরীতে কলমের তীক্ষ্ণ আঘাত
এ বিজয় আমার কবিতা ও কাব্যের শাণিত অপঘাত!
এ বিজয় মুষ্ঠিবদ্ধ মিছিলের
এ বিজয় কৃষ্ণচূড়া, রেইট্রি তলায় মুগ্ধের 'পানি লাগবে পানি' স্লোগানের ---
এ বিজয় সুবোধ তুই ফিয়ে আয় গ্রাফিতির
অস্ত্রের মুখে তরুণীর কাঁপা কাঁপা ঠোঁটের তীব্র প্রতিবাদ
এ বিজয় হাজার প্রতিবাদী স্লোগানের দেয়ালিকায়
এ বিজয় রক্তলেখায় লিখা
'একটি রক্তাক্ত বাংলাদেশ'।
এ বিজয় আত্মঘাতী বাঙালির ষড়যন্ত্রের বিপরীতে
জেগে উঠা এক ফিনিক্স পাখির
এ বিজয় বিপ্লবী বেনিয়া কারার তীব্র অনুরণন
এ বিজয় হাজার আহত অমর তরুণ্যের বিজয় উল্লাস
এ বিজয় নতুন সার্বভৌমত্বের,
এ বিজয় নতুন বাংলাদেশের অমরত্বের ।।