আজকাল হৃদয় আর পোড়ে না তোমার জন্য
বুকের ভেতর কষ্টরা চাপা কান্নাও করে না
তোমার দেয়া কষ্টকে হালকা করতে।
তবে বেখেয়ালী মন হঠাৎ হঠাৎই
আনমনা হয়ে খেই হারিয়ে ফেলে
যৌবনা নদীর ঘুর্ণিস্রোতে ঘুরতে থাকা খড়কুটার
সাথে,
তখন মনের কোণে উঁকি দেয় তোমার উপস্থিতি
অথচ খুব অল্প সময়ের মধ্যেই হারিয়ে যায়,
অদ্ভুত ব্যাপার তখন আমার খুব কষ্ট হয় তোমার
মুখটা কল্পনা করতে।
কেন যেন কিছুইতেই মনে পড়ে না তোমার ছায়া!
আমি তোমার জন্য কাঁদি না, তোমার ফিরিয়ে দেয়ার জন্যও এখন আর মন খারাপ করি না,
তোমার দেয়া কষ্টকে আমি তুচ্ছ ভাবি।
তবে আমার খুব কাঁদতে ইচ্ছে করে, তোমার স্মৃতি মুছে যাবার যন্ত্রনায়, তোমাকে ভুলে যাবার কষ্টে!