সেদিন সকালে আকাশের নীল দেখে প্রেম উঁকি দিচ্ছিল মনের গহীনে।
অতঃপর তোমার দুধ-আলতা শরীর ছুঁয়ে দেখার তীব্র বাসনা থেকেই আসমানি রঙের শাড়িটা বগলদাবা করে নিয়ে ছুটেছিলাম।
সঙ্গোপনে তোমাকে দিতে অনেক কসরত করে বিশ্বস্ত পিচ্চিটাকে উঠিয়েছিলাম তোমাদের ব্যালকনিতে, সঙ্গে একটি চিরকুট। লেখা ছিল__ 'আকাশের নীল বুকে নিয়ে বেঁচে থাকতে চাই।'
পরের দিন ভোরে বিশ্বস্ত পিচ্চিটাকে দিয়েই একটি
আসমানি রঙের ফুলহাতা শার্ট পাঠিয়েছিলে।
সঙ্গে একটি চিরকুটও। তাতে লেখা __ 'নীলকে বুকে নিয়েই বেঁচে থেকো। আমার এখন লাল পছন্দ! পরশু বিয়ে। লাল বেনারসি পড়তে হবে আমায়, নীল নয়। এবার ভবঘুরে জীবনটা বাদ দাও। কাজ করো। তারপর লক্ষ্মী একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। আর শোনো, আমায় কিন্তু ভুলে যেও।'
আজ আসমানি রঙের স্কুলড্রেসে তোমার মেয়েকে দেখে পুরানো কথাগুলো হঠাৎ মনে পড়লো...
জানো? আমি আসমানিতে মুগ্ধ এখনও;তোমাতেও।
০১/০৭/২০২০