আমি তোমায় দেখে প্রথমে
বলেছিলাম ভালোবাসি
বিষম খেয়ে তুমি দিয়েছিলে কাঁশি।
চোখ থাকতে অন্ধ
তোমায় ভালোবাসতে গিয়ে
ঘরের ভাত বন্ধ।
তোমার জন্য আনতাম যখন চুড়ি
ভালোবাসার রঙিন হাসি
বুকে বসাতো ছুরি!
আমি তোমার হাসিতে মুগ্ধ
ভালোবাসার ছলনায়
বানিয়েছিলে বুদ্ধু!
তোমায় ভালোবেসে, অবশেষে
পেলাম যখন ছ্যাঁকা
দিয়েছিলাম অভিশাপ, থাকবে
পরে একা!
শকুনের দোয়ায় গরু মরে না, বলেছিলে
ঠিকই গুছিয়ে নিয়েছো, বুদ্ধু
আরেকটা ছেলে!