ঝুম বৃষ্টি নামলেই উৎফুল্ল হয়ে উঠো
বৃষ্টিতে ভিজবে বলে জোর অজুহাত,
জানালা পেরিয়ে হাত বাড়িয়ে দাও, বৃষ্টির জল ছুঁতে।
বজ্রের হুংকারে আমি আগলে রাখি তোমায়
দু'জোড়া চোখে খুঁজি বৃষ্টির ছন্দ।
আকাশের বুক চিড়ে আলোর শিখা দেখে
আমার বুকে মাথা লুকাও
অনুভবের বৃষ্টিস্নানে লেপ্টে যায় দুটি মন।
আজ সেদিনের মতো বৃষ্টি হচ্ছে ভীষণ
অথচ ভিজবে বলে বায়না নেই শুধু, বৃষ্টির প্রতিটি ফোঁটার শব্দ বিদ্ধ হচ্ছে
তোমার আকুতি হয়ে বুকের ঠিক মধ্যিখানে,
একাকিত্বের যন্ত্রনায় বিমূঢ়!
দুরুত্ব জাগিয়ে তোলে ভালোবাসার গভীরতা
হৃৎপিন্ডে চিকণ সুরে বাজে বেদনার বাঁশি
জোৎস্না ম্লান আজ, হাস্নাহেনার সুবাস তুলে রাখা তোমার প্রতীক্ষায়
ফিরে এসো, ফিরে এসো প্রিয়তমা!