আমার হৃদয়ে বৃষ্টি হচ্ছে ভীষণ
আনাচে-কানাচে,শূন্য হৃদয়ের ডোবা-নালা
আজ ভরে উঠবে কানায় কানায়,
এ মৌসুম ডুবে থাকবে, যত খরাই হোক না কেন,
পানি শূন্য হবার আগেই আবার বৃষ্টির দিন আসবে
হৃদয়ে বর্ষণ হলে, যে কষ্ট হয় তার মাঝেও
সুক্ষ্ম সুখ লুকিয়ে থাকে।
তোমার হৃদয়ে থাকুক কাঠফাটা রোদ্দুর
রোদে পুড়ে পুড়ে যে হৃদয় হবে গাঢ় তামাটে
আমি সেই দিনটির অপেক্ষায়, বৃষ্টির পসরা
সাজিয়ে বসে থাকবো
তৃষ্ণায় খাঁ খাঁ করা বুক হাহাকার করবে একটু বৃষ্টির জন্য
যে বৃষ্টি জমিয়ে রেখেছি বুকের গহীনে!