বারুদ পোড়া গন্ধে ভরে উঠেছে মনের চিলেকোঠা, বিধ্বস্ত সাজানো
বাগান, ভালোবাসার সুরম্য অট্টালিকা,
ড্রোন থেকে ফেলা কোন বোমায় যেমনটা
দৃশ্যপট ধারন করে সিরিয়ার লোকালয় বা
ফিলিস্তিনীর স্বপ্ন।
হৃদয়পোড়া গন্ধ তোমাকে স্পর্শ করেনি
অথচ ঝড়ের দাপটে ডানা ভাঙা পাখির কষ্টে
খাবার ছুঁয়ে দেখনি কত বেলা
চোখের কোণ বেয়ে লোনা পানিতে গাল ভেসেছে কত...
সময়ের ফাঁদে, জটিল কোন সুড়ঙ্গপথে আজ
গন্তব্যহীন পথিক, ধ্বংসাবশেষ
নিয়ে বয়ে চলে মুমূর্ষু প্রেম
মুহুর্তে তোমার বদলে যাওয়ার আনবিক বোমার আঘাতে
ঠিক হিরোশিমার মতোই চিহ্ন বয়ে বেড়াচ্ছে
অদ্ভুত মন!