নদীর সাথে আমার সখ্যতা বেশ পুরানো, আমি
যখন বিষন্ন হই তখন ছুটে যাই নদীর কাছে
যৌবন ফিরে পাওয়া নদীর উদ্দামতায়
আমি খুঁজি জীবনের ছন্দ।

যে ছন্দ খুঁজতে গিয়ে তোমার মাঝে হারিয়ে আমি নিজেকেই হারিয়েছি, হারিয়েছি জীবনের
ছন্দও।

তোমার মাঝে ডুবে যেতে চেয়েছিলাম নতুনের সন্ধানে, অথচ গভীরতার পরিমাপ অনুভব না
করেই হারিয়েছি অতলে।

আজ জোৎস্না স্নানে কাটে আমার রাত্রির প্রহর বা অমাবশ্যার ঘন কালো আঁধারে ডুবে খুঁজি জীবনের ছন্দ!

ভোরের কুয়াশায় নিজের অস্তিত্বকে বিলীন করে দেই শুদ্ধতার খোঁজে, কবিতার ময়নাতদন্তে খুঁজি ভালোবাসার বর্ণ, শবদেহের টেবিলে পড়ে থাকা মৃতপ্রায় প্রেমের শরীর বুলেটবিদ্ধ!