চৈত্র শেষে বছরের
         সকল গ্লানী ভুলে,
বৈশাখ অাসে অালতা পায়ে
           ঘুমুর বাজে মনে।
মনের বনে অনেক ক্ষত
পোড়া মাংসের গন্ধে অাজও
                 বাতাস হয় ভারী,
অনাথ ছেলে কাঁদে বসে
          করে মায়ের সাথে অাড়ী।
স্বামীহারা এক বালিকা বধু
                   বসে ঘরের দাওয়ায়,
অনেক দুঃখে, অনেক কষ্টে
                       বলছে বছর বিদায়।
বছর অাসে বছর যায়
                   মোছেনা মনের ক্ষত,
সেই যে বছর বটমুলে
                          মানুষ মরল শত।
কেমন করে হবেরে পাগল
                                নতুন বর্ষবরণ,
নাজানি অাবার অাসবে কখন
                        সীতা হরণে রাবন।