নদী অামি নদী
এঁকে বেঁকে যায় গ্রাম হতে গ্রামান্তর
দেশ হতে দেশান্তর,
দুধারে সাজিয়ে ফসলের অমরাবতী
অাপন মনে চলি অামি নিরবধী।
অামি ফসলের ক্ষেতে কৃষকের হাসি
অামি জেলে বৌয়ের অাশার বানী
অামি গ্রাম্য বধূঁয়ার অানা পানি
নদী অামি নদী।
হঠাৎ দুরন্ত ছেলে
ঝাপিয়ে পড়ে মোর বুকে
অানন্দে লুটোপুটি খায় অাত্মহারা হয়ে
এ যেন মায়ের কোলে শিশুর খেলা
পূর্ব অাকাশে সূর্য ওঠা,
অামি যেন গ্রাম্য বালিকার
খেলার সাথী
নদী অামি নদী।
অামি নব্য প্রেমিক প্রেমিকার
গোপন অালাপন
অামি বিশ্ব কবির কবিতার সংকলন
অামি প্রেমমালা ছন্দ তোলা
চঞ্চল গ্রাম্য মেয়ে
অামি দখিনা হাওয়া
মেঠো রাখালের গাঁয়ের মাটি
নদী অামি নদী।
অামি কভু শান্ত কভু অশান্ত
দারুন স্বেচ্ছাচরী
অামি বন্যা
অামি খরা
অামি দুর্ভিক্ষে থাকা
মানুষের পাজড়ের কাটি
নদী অামি নদী।
অামি ভয়ঙ্করী তবু অামি কমল সরবরী
অামি বয়ে অানি মানুষের লাগি
উর্বর পলি
নদী অামি নদী।