ই-স-স-স-ইস চুপ।
কান পেতে শোন ঐ কার মুখধ্বনি
বজ্রকন্ঠে উচ্চারিত
স্বাধীনতার অমর মর্মবানী ।
আজ ভরা বসন্তের আবেগময় দিনে
আর একবার আর একবার
নেমে এসো তুমি স্বর্গের দ্বার বেয়ে
এই বাংলার উত্তপ্ত রাজপথে
তোমার বজ্র কণ্ঠ নিয়ে।
আর একবার আর একবার শোনাও তোমার
সেই অমর কবিতাখানি ।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
ঐ ঐ শোনা যায় লক্ষ কন্ঠে
কিসের শ্লোগান
শোনরে তোরা শোনরে এবার
জয় বাংলা গান ।
বলছে সবাই একই সাথে এক মুজিব লোকান্তরে
লক্ষ মুজিব ঘরে ঘরে
ওঠরে এবার ওঠরে জেগে, মোছরে চাখের জল
হৃদয় মাঝে স্বপ্ন দেখায়
শেখ মুজিবুর রহমান।
অত্যাচারের টুটি চেপে
যেমন করে ধরতো সে যে
ধররে তোরা ধররে এবার
মুজিব নামের হাল
খুনিরা তোরা সাবধান আজ ,
তোদের হবে মরন কাল ।
থমকে দাড়াক পৃথিবী আর
শান্ত হোক সাগর
দুঃখ ব্যাথা ভূলে যাক আজ
সকল ব্যাথাতুর।
ঢং ঢং ঢং নতুন দিনের
ঘণ্টা বাজল এবার
মনের ভিতর সুরভি ছড়ায়
মুজিবকন্যা আবার।
ঘাটে মাঠে পথের পাশে
যেখানে যায় সব খানে
মুজিব কন্যার ছোয়া
এদেশ এবার সত্যিকারের
হবে সোনার বাংলা।