রক্তিম সোনার নরম ঠোটে
ঐ ফুটেছে হাসি, (সন্তানের মুখে প্রথম দেখা হাসি)
এই হাসিটা আমার কাছে
অনেক বেশি দামী।
টাকা নয় দিনার নয়
নয়কো কোটি ডলার,
এই হাসিটার দামটা যে
অনেক ভালবাসার।
এই হাসিটা দেখে আমি
দুঃখ ভুলে যায়,
এই হাসিটা মায়ের চৌখের
অশ্রু মুছে দেয়।
এই হাসিটার শক্তি অনেক
অনেক বেশি জ্যতি,
এই হাসিটা জ্বালিয়ে দেয়
হিংসার সকল বসতি।
এই হাসিটা শিক্ষা দেয়
এক সাথে থাকতে,
এই হাসিটা শিখিয়ে দেয়
নুতুন করে বাঁচতে।
বি:দ্র: রক্তিম আমার আড়াই মাস বয়েসের পুত্র সন্তান