কষ্ট হচ্ছে খুইব!
না না শরীরে কোন
মাইরের দাগ নেই
না আছে কোন
দৃশ্যমান ক্ষত চিহ্ন।
শুধু মনের ভিতরে
অপমানের গ্লানী
গুমরে কাদে নিরবে।
কেউ দেখনা তা
কেউ বোঝেনা তা
না যায় বলা কারো কাছে
শুধু কিছু প্রশ্ন ঘুরেফেরে বারে বারে।
কেন? কেন এ অপমান?
বয়স্ক পিতা মাতার সামনে
সন্তানের সাথে
এ কোন নিষ্ঠুর আচারণ?
আমি তো আমার অধিকারের কথা বলেছি
স্বামী হিসাবে স্ত্রীর প্রতি কিংবা
বাবা হিসাবে সন্তানের প্রতি
আদর ভালবাসার কথা বলেছি।
আমি তো প্রতিবাদ করেছি
অন্যায় হীনো কিছু শর্তের বিরুদ্ধে দাড়িয়েছি
আমি আমার অধিকারের কথা বলেছি।
হে মোর প্রিয়া
তুমি দেখেও দেখলে না তা
বুঝিও বুঝলেনা তা
বরং অন্তরালে
আনন্দে আটখানা হলে,
হবেই তো, সাজানো ছকের
সফল পরিসমাপ্তি দেখে
খুশিই তো হবে।
আজ জীবনের প্রতিটি দিনে
প্রতিটি ক্ষনে
অপমানের সেই গভীর ক্ষত
দগ দগিয়ে ওঠে।