শাসক যখন শোষক হয়
যুক্তিক দাবীতেও
ক্ষমতা হারাবার থাকে ভয়
তাইতো সবাইকে
রাজাকার কয়
দেশের তরে মোরা জীবন দিবো
তবু মাথা নোয়াবার নয়,
পথ রুখতে আসুক শত বাঁধা
জয় যেন মোদের হয়।

বীরের বেশে জয় করিবো
মোদের রত্নগুলো,
চাইলো অধিকার
হইলো রাজাকার
সেই পথে হবে তো মোদের
ত্যাগের দৃষ্টান্তগুলো?
ঢাবি,  জাবি, রাবি, কুবি,
চবি আরো আছে যত
এক হলো সবাই ঠিক মত…
এবার তবে কই পালাবি
একদফা এক দাবি
এবার তবে ক্ষমতাও হারাবি
মানবি তো কোটা সংস্কারের দাবী