জামেয়া থাকার কালে দেখছি চারপাশ ঘুড়িয়া..
দেখিনি কখনো উপর থেকে এত সুন্দর করিয়া..
জামেয়ার পরিবেশ অনেক সুন্দর...
যেখানে কাটিয়েছি..
২০১০ থেকে ২০২০ সালের দীর্ঘ প্রহর..
ফেলে আসা দিনগুলো আজও মনে পরে
দশ বছর যা করেছি জামেয়াকে ঘিরে
মনে পরলে নিজের ভুলগুলো..
অনুতপ্ত হয়ে কেঁদে উঠে মন এখনো.
নাজিমুদ্দিন স্যার আসতেন ইংরেজি নিয়া
বোধগম্য করে দিতেন উদাহরণ দিয়া
অংক টা পড়াতেন এসে জামান স্যার
একবার না পাড়িলে  বুঝাতেন বারংবার
তারপরও না পাড়িলে
চামড়াতে দিতেন একধরনের টান আর মলাতেন কান
বাংলা স্যারের অসাধারণ ক্লাস ভুলিনিও আজ..
কত উপদেশ দিতেন আদর করতেন বেশ..
শিক্ষকদের সেই শাসন মনে হলে এখন
তাদের প্রতি শ্রদ্ধাবেড়ে যায় বহুগুণ..
সময়গুলো ছিল কত মধুময় আজ সব স্মৃতিপটে..
মাঝে মাঝে ভুল হলে ডাকতো আমায়
হোস্টেল সুপার মাগরিবের পরে..
রফিউদ্দিন হজুর, বাংলা স্যার..
কালাম হুজুর সহ সকল শিক্ষকদের
সম্মান, কৃতজ্ঞতা অবশেষে..

(জামেয়াকে ঘিরে  স্মৃতি মনে পরে..
এম. এ ইমরান) [
২৮-০১-২০২৩]