কাজের মাঝখানে পড়েছি বাঁধা..
জন্ম নিচ্ছে অনেক আশা.
যাচ্ছে সময় আমার হু হু করে চলে..
বাস্তব জীবনের খেলাপাতি খেলে।
হৃদয়টা হয়েছে আমার শক্ত মলিন..
চাকরিটা করেছে আমায় অর্থপ্রেমী
তাইত পরিবার ও আত্মীয়-স্বজন বন্ধুদের
থেকে দূরে আমি..
বাস্তবতায়  ফিরাতে নাহি পারি..
মধ্যবিত্ত জীবন এমনই আমার
অনেক ইচ্ছে হয় সবার কাছেই থাকি
অবসার সময় কাটাই.
এইতো মূসা, ইজাজ বলল
চল বন্ধু বান্দরবন সাজেক ঘুরে আসি
বলেও ছিলাম চল.. এখন মনে হচ্ছে হবে না
সেই সুযোগটা জীবনে বুঝি নাই।
পার হয় জীবন অফিসের ঘরে..
সন্ধ্যাটা লাগে যেন বৃদ্ধের আবসরে..
চাকরি ছেড়ে মন চাই ফিরতে আপন ভুবনে..