কবিতা : নারী/প্রকৃতি
মোঃ আল ইমরান (এরশাদ)
তারিখ: ২৫/০৮/২০২২ইং
প্রকৃতি তুমি কি নারী?
নারী তুমি কি প্রকৃতি?
প্রকৃতি তুমি কি রহস্যময় নারীর ঠোঁট বাঁকানো হাসি?
নারী তুমি কি রাঙ্গামাটির আঁকাবাঁকা পথ?
প্রকৃতি তুমি কি দীঘল কালো কেশ?
নারী তুমি কি রাস্তার দুই পাশে সবুজ গাছে মোড়ানো পাহাড়?
প্রকৃতি তুমি কি নারীর কাজল কালো চোখ?
নারী তুমি কি পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু পথ?
প্রকৃতি তুমি কি নারীর চোখের মায়াবী চাহনি?
নারী তুমি কি সাজেকের ক্ষণিক মেঘ ক্ষণিক রোদ্র?
প্রকৃতি তুমি কি নারীর চোখের আবেগী কান্না?
নারী তুমি কি মেঘের সাথে মেঘের বসবাস?
প্রকৃতি তুমি কি নারীর মুখের মায়াবী হাসি?
নারী তুমি কি সবুজ গাছে ঘেরা পাহাড়ের উঁচু টিলা?
নারী তুমি কি পাহাড়ের মাঝে বয়ে চলা পাহাড়ি নদী?
নারী তুমি কি পাহাড় থেকে জন্ম নেওয়া ঝর্ণাধারা?
নারী তুমি কি পাহাড়ি ঝর্ণা থেকে বয়ে চলা খরস্রোতা নদী?
মোঃ আল ইমরান (এরশাদ)
তারিখ: ২৫/০৮/২০২২ইং