কবিতার নামঃ মায়া
মোঃ আল ইমরান (এরশাদ)
তারিখ : ২৩-১০-২০২৪ ইং
প্রেমের অনেক রং,
বদলায় ক্ষনে ক্ষন।
সন্দেহে অবিশ্বাসে বিশ্বাস ভাঙ্গে,
ভালোবাসায় বিচ্ছেদ হয়ে,
ভালোবাসায় ধরায় জং।
মানুষ ভালোবাসে আর কয়দিন?
অনুভূতিরাও রং বদলিয়ে ধূসর হয় প্রতিদিন।
মানুষ ভালবাসে শখে- সুখের- অসুখে,
তেমনি অনুভূতিরাও বদলায় সুখে কিংবা শোকে।
পৃথিবীতে প্রেম, ভালোবাসা বলতে কিছুই নাই,
থাকলেও সব কিছুই সময়ের ব্যবধানে,
স্বার্থের কারণে মানুষ ভুলে যায়।
পৃথিবীতে রয়েছে শুধুমাত্র মায়া,
মানুষ মরে গিয়ে পঁচে গলে যায়,
রয়ে যায় প্রিয় মানুষের প্রতি মায়া।
হয়তোবা মায়ার কারনেই মৃত্যুর পূর্ব পর্যন্ত,
প্রিয় মানুষ গুলোকে মানুষ ভুলতে পারে না।
মোঃ আল ইমরান (এরশাদ)
তারিখ : ২৩-১০-২০২৪ ইং