শিশির জমে ওঠে। অস্পর্শ চৈত্রের রূপকথা জুড়ে।

পরাজয়ের এ সৌধ গড়েনি কেউ।আহত শিল্পের ঘুমে যেমন আসে সে।অভ্যাগত । চেহারায় জৌলুস ছিল নাতো ! কিংবা ছিলো হয়তো পবিত্র মুখর এক হত্যাকাণ্ডের ধুন্ধুমার উৎসবে,মদ্যপ ঠোঁটে।


চলে যেত চাই রাজশ্রীয় অন্ধকারে...
দেখে নিয়েছি শুধু শাদা শাদা জন্ম-আকুতি
ভুলের মাস্তুলে লেপ্টে থাকা জীবনের ওম...।
এই হাটে বিকিয়েছি শৈশব,দারুণ উৎপ্রেক্ষায় একাকী ধূসর আকাশ, বন্ধু-বিহবলতা। নষ্ট ভালোথাকা গুলো মায়ের মুখের মতোন চিলতে আকাশ, করুণ।

ভুলে থাকা সময় সান্নিধ্যে পায়রাপ্রহরের গুনগুন শোনাবে কেউ?
ভুলে যেতে সেই দীর্ঘায়ু সাপের মুখ মনে পড়ে।
তবে হাঁটি? অচল ছায়াঘ্রানের চোখে রেখে স্থির দৃষ্টি।
কোন অপমেরুর ডাকনাম তোমার?
দুঃখ জাগানিয়া এই রোদ, সুবর্ণ জীবন্মৃত দুপুর নৈমিত্তিক...