দূরে একা একটা পাহাড় দেখি।মাঝে মাঝেই।
দেখতে ঠিক তার মতো।স্থির,অকুতোভয় এক পাহাড়।
তার গা বেয়ে প্রচণ্ড বেগে নিচে নেমেছে এক ঝর্ণা।
তাকেও দেখেছি অনাগত দুঃখের দিনে।
শেষ একদিন দেখেছিলাম তোমার চোখ।
কালচিটে পড়া, সারারাত না ঘুমানো চোখ
আমি দেখেছিলাম, শুধুই দেখেছিলাম।
চুপ করে এই একটা আকাশ আমাকে ঢেকে রেখেছে আজন্ম।
এখানে কেউ নেই।তুমি, আমি কিংবা অন্য কেউ।
অনেকটা দূরে কোন এক ঘরে উৎসব দেখি দেখি।
প্রতিদিন দেখি।
চারপাশে নিবিড় মৌনতা জেগে থাকে,
সে গায়ে কোনদিন দুঃখ নামে না।