ভালোবাসা ভালোবাসা কইরা তুমি মইরা গ্যাছো গত চৈত্রে
তবু বোঝ নাই,
ভালোবাসা সেই জারজ মানুষজন্মের পাপ
যার খোঁজে নারীবন্দনা করতে করতে উধাও হইছে তোমার পূর্বপুরুষ।
বাগানে ফুটে কি আইজও বর্ষারঙা ফুল;কদম্ববৃক্ষে?
উঠানের বাঁকে নাচে কি বৃষ্টির জল?
জানি,তোমার উত্তর নাই,
তয় ক্যান পাগলা ঘোড়ার জীবন পাইয়া
একলা খোঁজো পৌরুষ-আস্তাবল!!
তোমার ঘরের দুয়ার খুইলা দ্যাখো,
আমি আছি বেমালুম খাড়া।
ভালোবাসার বাণিজ্য শেষে
তোমারই নাম জপি এই ফাল্গুনে
আমার ঘরের চালায় ঝইরা পড়ে বেহায়া জ্যোৎস্না
তবু তুমি আসো নাই।
ভালোবাসা ভালোবাসা কইরা
কেমন আজব তুমি মাঝ রাইতে তন্দ্রা পোড়াও!!