পাখিদের চেনা ঠোঁটে আকাশ দেখি।
অপরূপ রোদ নেচে যায় ভেজা উঠোনে।
দেখি। দেখে যাওয়াই নিয়তি এখন।
কতোকিছু শেখা হয়, বোঝা হয়,
চেনা হয় ধূসর বালির জলভেজা চোখের আরশ।
কাজলরেখার গল্প শোনানো ভোর নামে দরোজায়
আনন্দিত চড়–ইয়ের ¯œান শেখা হলে শুধু
খুঁজে যাই মুহূর্ত-সহজিয়া শিল্প-সরোবর। দৃশ্য মধ্যবর্তী।
পাঠশালা খুলেছে সময়। দিন-রাত্রি দেখায়,শেখায়
পথের গল্প মগজে রেখে যায় অবাক নীল নীল প্রজাপতি
ঘোলাটে চশমায় আকাশ আঁকি ।
আড়ালে হাসে চোখ, চোখের সাহস....